বিশ্বজুড়ে চলছে অর্থনৈতিক সংকট। করোনা মহামারি, বিভিন্ন দেশের মধ্যে বিরাজমান উত্তেজনা-সবমিলে বিশ্বের নিম্ন আয়ের দেশগুলো থেকে শুরু করে উন্নত দেশগুলোকেও এই চলমান আর্থিক সংকট কাটিয়ে উঠতে লড়াই করতে হচ্ছে। এরইমধ্যে বিশ্ববাসীকে নতুন এক দুঃসংবাদ দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের আশঙ্কা, ২০২৩ সালে বিশ্বে ভয়াবহ খাদ্যসংকট দেখা দিতে পারে।

আরো পড়ুন: সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে জাপান

সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে জাপান

এই বিষয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থার (এফএও) প্রধান ডেভিড বিস্লে জানান, খাবারের অভাব এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শুধু দুর্ভিক্ষই হবে তা নয়, বরং এর ফলে বিভিন্ন দেশে বৈষম্য ও সামাজিক অস্থিরতাও বাড়বে। আর পরিস্থিতি কাটিয়ে তুলতে আরব দেশের ধনকুবেরদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ডেভিড বলেন, তারা যদি কয়েক দিনের মুনাফাও এই খাতে দেন, তা হলেই সংকট অনেকটা কাটানো সম্ভব।

ডেভিড বিস্লে জানান, সাড়ে পাঁচ বছর আগে যখন তিনি জাতিসংঘের খাদ্যসংক্রান্ত বিভাগের দায়িত্ব নেন, তখন বিশ্বের প্রায় ৮ কোটি মানুষ ঠিকমতো খাবার পেত না। সেই সংখ্যা এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩৪.৫ কোটি। জাতিসংঘের মতে, বিশ্বের ৪০ কোটি মানুষের খাদ্য যোগায় ইউক্রেন, যুদ্ধের কারণে দেশটিতে খাদ্যশস্য রপ্তানি প্রায় বন্ধ।

অন্যদিকে, পশ্চিমা দুনিয়ার নিষেধাজ্ঞার জেরে বিশ্ববাজারে ঠিকমতো পণ্য দিতে পারছে না পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সার রপ্তানিকারী এবং অন্যতম বড় শস্য উৎপাদক রাশিয়া। অন্যদিকে, সার রপ্তানিতে চীন নিষেধাজ্ঞা দেয়ায় বিভিন্ন দেশে শস্য উৎপাদন বিঘ্ন হচ্ছে। আর এই পরিস্থিতি কাটিয়ে উঠতে বিশ্বের ধনীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে জাতিসংঘ।