পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী খ্যাত বন্দর নগরী করাচির গার্ডেন এলাকায় পুলিশ সদর দফতরের ভেতর গ্রেনেড বিস্ফোরণে দুই পুলিশ সদস্য নিহত ও একজন গুরুতর হয়েছেন। বুধবার (৩ জুলাই) পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়, পুলিশ সদর দফতরের গোলাবারুদ ডিপোর ভেতর বিস্ফোরণ ঘটে। এতে দুই পুলিশ সদস্য নিহত ও একজন আহত হন। তবে এটি অন্তর্ঘাতমূলক হামলা নাকি কোনো দুর্ঘটনা খবরে সেটি উল্লেখ করা হয়নি। নিহতরা হলেন কনস্টেবল সাবির ও শাহজাদ।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অস্ত্র ডিপোর ইনচার্জ ইন্সপেক্টর সাইদ। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।