জিন নিয়ে গবেষণা করেন চীনের বিজ্ঞানী হি জিয়ানকুই। লাইসেন্স না নিয়েই ওষুধ নিয়ে কাজ করতে গিয়ে চীনেই ধরা পড়েছিলেন তিনি। তিন বছর জেল এবং তিন মিলিয়ন চীনের অর্থ জরিমানা দিয়ে সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি।

এরপরেই নিজের নতুন গবেষণা নিয়ে ঘোষণা দেন ওই বিজ্ঞানী। তার বক্তব্য, হেরিডিটি অসুখ নিয়ে হংকংয়ে নতুন গবেষণা করবেন তিনি। এর আগে জেনেটিকালি শিশু তৈরি করার কথা বলে রীতিমতো বিতর্ক তৈরি করেছিলেন এই বিজ্ঞানী।

হি জানিয়েছিলেন, হংকংয়ে পাকাপাকি গবেষণার কাজ করতে চান তিনি। হংকং সেই মর্মে তাকে কাজের ভিসাও দিয়েছে। বস্তুত, হংকং প্রাথমিকভাবে এই বিজ্ঞানীকে কাজের ভিসা দিয়েও ছিল। কিন্তু বিতর্ক শুরু হওয়ার পর গত মঙ্গলবার হংকং সেই ভিসা বাতিল করে জানায়, হি-কে কোনোরকম ভিসা দেওয়া হচ্ছে না। যে ভিসা দেওয়া হয়েছিল তা বাতিল করা হচ্ছে।

বরাবরই বিতর্কিত বিষয় নিয়ে গবেষণা করেন হি। শুধু তা-ই নয়, কাজের ক্ষেত্রে কোনোরকম লাইসেন্স বা সরকারি অনুমোদন গ্রাহ্য করেন না তিনি। এর আগে এর জন্য চীনে তার শাস্তি হয়েছে। হংকং-ও তাকে গ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে।

সূত্র : ডয়চে ভেলে ও এপি।