ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত রক্ষায় জান-প্রাণ দিয়ে কাজ করবে দেশটির সেনারা। কোনোভাবেই রাশিয়াকে এটির দখলে নিতে দেওয়া হবে না। এমন প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আলজাজিরার। শুক্রবার কিয়েভে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে এক বৈঠকে এ কথা জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, আমরা বাখমুত রক্ষায় আমৃত্যু লড়াই করব। একে দূর্গের ন্যায় রক্ষায় নিয়োজিত থাকব।
জেলেনস্কি বলেন, যদি আমাদেরকে আরও বেশি অস্ত্র সরবরাহ করা হয়। তাহলে বিভিন্ন অঞ্চল রক্ষা করা সহজ হয়ে যাবে। সেইসঙ্গে দোনবাস অঞ্চল থেকে শত্রুদের বিতাড়িত করাও সম্ভব হবে।এদিকে রুশ বাহিনী জানিয়েছে, বাখমুতের চারদিক ঘেরাও করে ফেলেছে তারা। একে একে শহরটির বিভিন্ন সড়ক দখলে নিচ্ছে রুশ সেনারা।
ইউক্রেনের দোনবাস অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর বাখমুত। গত বেশ কয়েকমাস ধরে শহরটিতে গোলাবর্ষণ করে আসছে রাশিয়া। ইউক্রেনের প্রতি সমর্থন দিতে দেশটিতে সফরে গেছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়েন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।