পাকিস্তানে অনাস্থা ভোটে সদ্য ক্ষমতাচ্যুত ইমরানের ছয় সহযোগীর নাম ‘স্টপ লিস্টে’ অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে অনুমতি ছাড়া তারা দেশ ছাড়তে পারবেন না।

রোববার (১০ এপ্রিল) তাদের নাম ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ‘স্টপ লিস্টে’ অন্তর্ভুক্ত করে। খবর জিও নিউজের।

প্রধানমন্ত্রী ইমরান খানের যে ছয় ঘনিষ্ঠ সহযোগীর দেশত্যাগের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি লাগবে তারা হলেন- প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আজম খান, রাজনৈতিক যোগাযোগ-বিষয়ক বিশেষ সহকারী শাহবাজ গিল, স্বরাষ্ট্র ও জবাবদিহি-বিষয়ক উপদেষ্টা শাহজাদ আকবর, পাঞ্জাবের দুর্নীতি দমন সংস্থার মহাপরিচালক গহর নাফিস ও কেন্দ্রীয় তদন্ত সংস্থা পাঞ্জাবের (অঞ্চল-২) মহাপরিচালক মোহাম্মদ রিজওয়ান এবং ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সোশ্যাল মিডিয়ার প্রধান আরসালান খালিদ।

সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইমরানের ছয় ঘনিষ্ঠ সহযোগীর নাম ‘স্টপ-লিস্টে’ অন্তর্ভুক্ত করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)।

‘স্টপ-লিস্টে’ নাম অন্তর্ভুক্ত হওয়ার অর্থ হলো, স্বাধীনভাবে দেশ ছাড়তে চাইলে এই ছয় ব্যক্তিকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটকাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তারা বিদেশে যেতে পারবেন না।

এর আগে, এফআইএ অনাপত্তিপত্র (এনওসি) ছাড়া পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের দেশত্যাগে বিধিনিষেধ দেয়। অনাস্থা ভোটে ইমরান ক্ষমতাচ্যুত হওয়ার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় এ পদক্ষেপ নেয় এফআইএ।

দেশ ছাড়ার চেষ্টা করা ‘ওয়ান্টেড’ ব্যক্তিদের আটকাতে ২০১৫ সালে পাকিস্তানের সব বিমানবন্দরে ‘স্টপ-লিস্ট’ পুনরায় চালু করে এফআইএ। এ প্রক্রিয়ার মাধ্যমে ‘অপরাধী’ যেকোনো ব্যক্তির দেশত্যাগ ঠেকাতে পারে এফআইএ।

পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ইমরান সরকারের পতনের পর গত শনিবার গভীর রাতে লাহোরে আরসালান খালিদের বাসায় অজ্ঞাতপরিচয়ের ১১ ব্যক্তি অভিযান চালান।