বিশ্বজুড়ে দ্রুতহারে ছড়াচ্ছে বিরল রোগ মাঙ্কিপক্স। মাঙ্কিপক্স নিয়ে চিন্তিত এবং বিভ্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আফ্রিকার বিজ্ঞানীরাও। দুই বছরেরও বেশি সময় ধরে কোভিড-১৯ মহামারীর কবলে থাকার পর ফের বিপদের ঘণ্টা বাজাচ্ছে মাঙ্কিপক্স।
ভারতও সংক্রমণের আশঙ্কা রোধে সম্ভাব্য সতর্কতা নিয়েছে। গুটিবসন্তের মতোই এই রোগ এখন ইউরোপে বাড়িয়ে চলেছে সংক্রমণ। ১২ টি দেশে দশ দিনের ব্যবধানে ৯০ টিরো বেশি সংক্রমণ ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, “এন্ডেমিক এলাকায় ভ্রমণের যোগসূত্র নেই” এমন রোগীদের খুঁজে পাওয়া অত্যন্ত অস্বাভাবিক।
আরও দেশে দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হবে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর বার্তা সংস্থা রয়টার্সের। এদিকে ‘মাঙ্কিপক্সের’ সংক্রমণের বিষয়টি হালকাভাবে নিচ্ছে না ভারত। দেশটির সরকার এরই মধ্যে এ রোগ-সংক্রান্ত বাড়তি সতর্কতা জারি করেছে।
শুক্রবার মাঙ্কিপক্স নিয়ে সতর্কতার কথা জানিয়েছে ভারত সরকার। খবর হিন্দুস্তান টাইমসের। করোনার ভয় কাটতে না কাটতেই যেভাবে মাঙ্কিপক্স ছড়াতে শুরু করেছে, তাতে ভারত বাড়তি সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে।
যে সতর্কতা ব্যবস্থা নিচ্ছে ভারত
করোনার ভয় কাটতে না কাটতেই যেভাবে মাঙ্কিপক্স ছড়াতে শুরু করেছে, তাতে ভারত বাড়তি সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে। বিদেশ থেকে ভারতে ঢোকার সব কটি পথেই কড়া স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আন্তর্জাতিক বিমানবন্দরসহ স্থলপথ ও জলপথে ভারতে প্রবেশকারীদের জন্যও এ স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিকে সরকার নির্দেশ দিয়েছে—যারা বিদেশ থেকে ভারতে আসছে, তাদের শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখতে হবে—বিশেষ করে যাদের এ অসুখের উপসর্গ রয়েছে, তাদের পরীক্ষা করতেই হবে বলে এক নির্দেশনায় জানানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।