ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের একটি সেনা শিবিরে দুই ব্যক্তি প্রবেশের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিন সেনা এবং দুইজন আক্রমণকারী নিহত হয়েছেন। এছাড়া আরও দুই সেনা গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে জম্মু ও কাশ্মীরের রাজৌরির ডারহাল প্যারাগালের সেনা শিবিরের এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর দিয়েছে।

পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল মুখেশ সিং বলেছেন, কেউ একজন প্যারাগালের সেনা শিবিরের বেড়া পার হয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করছিল।

এ সময় নিরাপত্তা রক্ষীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে দুইজন নিহত হয়। এ সময় তিন সেনা নিহত ও দুইজন আহত হন।