ভারতের পূর্ব উপকূলে অবস্থিত ওড়িশা রাজ্য। পিঁপড়ের উৎপাতে এই রাজ্যের পুরীর পিপিলি ব্লকের চন্দ্রদেইপুর পঞ্চায়েতের ব্রাহ্মণশাহি গ্রামের বাসিন্দারা পাচ্ছেন।

জানা গেছে, গ্রামটি নদী এবং জঙ্গলে ঘেরা ব্রাহ্মণশাহি গ্রামের ১০০ পরিবার বাস করেন। গ্রামের নদীর ধারে এবং জঙ্গলে এই বিষাক্ত পিঁপড়েদের বাস। প্রবল বৃষ্টি কারণে পিঁপড়েদের বাসায় জল ঢুকে যাওয়ায় কোটি কোটি পিঁপড়ে গ্রামের দিকে উঠে এসেছে।

পিঁপড়ের উৎপাতে কয়েকটি পরিবার ইতোমাধ্যে গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-কে গ্রামবাসী লোকনাথ দাস জানিয়েছেন, ‘বিষাক্ত পিঁপড়ের জ্বালায় জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ঠিক মতো খেতে, ঘুমোতে এমনকি রাস্তাতেও বেরোতে পারছি না।’

পিঁপড়ের হামলায় গ্রাম ছাড়ার খবর চাউর হতেই সেখানে পৌঁছায় ওড়িশার কৃষি এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল।

ওই দলের বিজ্ঞানী সঞ্জয় মোহান্তি বলেন, ‘পিঁপড়েদের বাসস্থান জলে ডুবে যাওয়ায় সেগুলি গ্রামের দিকে উঠে আসছে। তবে তবে ঠিক কোথা থেকে পিঁপড়েগুলি আসছে, তা খতিয়ে দেখছি আমরা।’