ভারতের মহারাষ্ট্রে চলতি বছর হিটস্ট্রোকের কারণে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে, যা গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। আর এ তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

শেষবার ২০১৬ সালে মহারাষ্ট্রে হিটস্ট্রোকের কারণে ১৯ জনের মৃত্যু হয়েছিল।ভারতীয় গণমাধ্যমে এক প্রতিবেদনে জানিয়েছে, তাপপ্রবাহে পুড়ছে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলো।

যার মধ্যে মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান অন্যতম।

মার্চ মাস থেকে মহারাষ্ট্রের একাধিক জেলায় শুরু হয়েছে তাপপ্রবাহ। সেই তাপপ্রবাহের দাপট এখনও চলছে। এসব তথ্য জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।