এক পাষণ্ড বাবা নিজের সদ্যজাত কন্যা সন্তানকে একবার নয়, দুইবার নয়, পাঁচবার গুলি করেছেন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালি শহরে। বৃহস্পতিবার (১০ মার্চ) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানা গেছে।
ওই বাবা বাবা চেয়েছিলেন তার প্রথম সন্তান ছেলে হোক। কিন্তু মেয়ে হওয়ায় নিজের রাগ সামলাতে পারেনি তিনি। ভীষণ রেগে গিয়ে এই ঘটনা ঘটান তিনি।
পাঞ্জাবের প্রাদেশিক পুলিশ জানায়, গত রোববার (৬ মার্চ) জান্নাত ফাতেমাকে গুলি করে হত্যা করে বাবা শাহজেব খান পালিয়ে যায়। স্থানীয় সময় বুধবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। মিয়ানওয়ালি পুলিশের মুখপাত্র জারার খান এএফপিকে জানান, শাহজেব খান ছেলে সন্তান চেয়েছিলেন। ছেলে না হওয়ায় ভীষণ রেগে যান তিনি। তার স্ত্রীও বিষয়টি নিশ্চিত করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।