হিজাব ইস্যুতে নতুন মাত্রা যোগ করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।
ভবিষ্যতে হিজাব পরা মেয়েই ভারতের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন তিনি। আর তার এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন করে দানা বেঁধেছে বিতর্ক।
দক্ষিণের রাজ্য কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হিজাব পরা উচিত নাকি অনুচিত, তা নিয়ে কর্ণাটকের হাইকোর্টে মামলা চলছে। এর মধ্যেই উত্তরপ্রদেশে ভোটের প্রচারে হিজাব ইস্যু টেনে আনলেন ওয়াইসি। হিজাব ইস্যুতে ক্ষমতাসীন বিজেপিকে তুলোধোনা করলেন তিনি। একইসঙ্গে নারীদের ক্ষমতায়ন নিয়েও মুখ খুলছেন মিম প্রধান।
যোগীরাজ্যের সম্বল জেলায় ভোটের প্রচারের সময় আসাদউদ্দিন ওয়াইসি বলেন, হিজাব পরিহিতা মেয়েরা চিকিৎসক হচ্ছেন, জেলা প্রশাসক হচ্ছেন, মহকুমা প্রশাসক হচ্ছেন। তারা একদিন দেশের প্রধানমন্ত্রীও হবেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারীদের ক্ষমতায়নের কথা বলেন। তাদের বাঁচাতে-পড়াতে বলেন। তিন তালাক নিষিদ্ধ করেন। কিন্তু হিজাব পরা নিষিদ্ধ করে কিসের প্রচার করছেন তিনি?
কর্ণাটকের হিজাব ইস্যু বড় আকার নেয়
উন্মত্ত হিন্দুত্ববাদী যুবকদের ‘জয় শ্রীরাম’ ধ্বনির বিরুদ্ধে এক শিক্ষার্থীর ‘আল্লাহু আকবর’ স্লোগান ভাইরাল হওয়ার পর কর্ণাটকের হিজাব ইস্যু বড় আকার নেয়। রাজ্যের হাইকোর্ট অন্তর্বর্তী রায়ে জানিয়েছে, যতদিন না হিজাব সংক্রান্ত মামলার নিষ্পত্তি হচ্ছে, ততদিন হিজাবসহ কোনো ধরনের ধর্মীয় পোশাক শিক্ষাপ্রতিষ্ঠানে পরা যাবে না।
সূত্র: ফ্রি প্রেস জার্নাল
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।