ভারতের কাশ্মীরে বারামুল্লা জেলার উরি এলাকায় চিতাবাঘের হামলায় তিন শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। শিশু হত্যার তিনটি আলাদা ঘটনা উত্তর কাশ্মীরের জেলা উরির কালসান ঘাঁটি এবং বোনিয়ার এলাকায় হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪ জুন) চিতাবাঘটিকে মানুষ-খেকো উল্লেখ করে বারামুল্লার জেলা প্রশাসক (ডিসি) সৈয়দ সেহরিশ আসগার সংশ্লিষ্ট কয়েকটি দফতর কর্তৃপক্ষকে একত্রিত হয়ে চিতাবাঘটি ধরার নির্দেশ দেন।
জীবন্ত ধরতে না পারলে চিতাটিকে হত্যার নির্দেশও দেন তিনি। ডিসি আসগর বলেন, তার প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকের সময় এই নির্দেশনা জারি করা হয়েছে।
যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে সমন্বয় করার পাশাপাশি প্রয়োজনে সামরিক/আধাসামরিক বাহিনীর সহায়তা নেয়ারও নির্দেশ দেন তিনি। যাতে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে চিতাটিকে নিয়ন্ত্রণে আনা যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।