![India is now the fifth largest economy in the world](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/09/flags-india.jpg)
বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় আরও এক ধাপ এগিয়ে গেলো ভারত। যুক্তরাজ্যকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে দেশটি।
সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) জিডিপি পরিসংখ্যান বলছে, ভারত ২০২১ সালের শেষ তিন মাসে যুক্তরাজ্যকে ছাড়িয়ে পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে এবং ২০২২ সালের প্রথম প্রান্তিকে ব্যবধান আরও বাড়িয়েছে।
মার্কিন ডলারের ওপর ভিত্তি করে এ হিসাব করা হয়। ব্লুমবার্গ জানিয়েছে, ভারতের অর্থনীতি এ বছর ৭ শতাংশের বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে।
শেষ তিন মাসে ভারতীয় শেয়ারবাজার ঘুরে দাঁড়াতে দেখা গেছে এবং এমএসসিআই উদীয়মান বাজার সূচকে দ্বিতীয় স্থান দখল করেছে। এক্ষেত্রে কেবল চীনের পেছনে রয়েছে ভারত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।