![Jodhpur clashes on Eid day, curfew imposed](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/05/যোধপু.jpg)
ভারতের রাজস্থানের নীলরঙা শহর বলে পরিচিত যোধপুরে দুই সম্প্রদায়ের মধ্যে পতাকা উত্তোলন নিয়ে বিবাদের জেরে সংঘর্ষ হয়েছে।
ঈদের দিন মঙ্গলবার সকালে জালোরি গেট এলাকায় মুসলিমরা পতাকা তুলতে গেলে তাদের বাধা দেওয়ার জেরে সংঘর্ষের সূত্রপাত বলে ভারতের সংবাদমাধ্যমে বলা হয়েছে।
হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানায়, হিন্দু ও মুসলিম ধর্মাবলম্বী দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের পর যোধপুরে কারফিউ জারি করা হয়েছে। কঠোর পুলিশি সুরক্ষায় অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। সংঘর্ষের ঘটনা ঘিরে গুজব ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা।
এনডিটিভি জানিয়েছে, জালোরি গেইট এলাকা থেকে সংঘর্ষের সূত্রপাত হলেও শহরের বেশ কয়েকটি এলাকায় দুই পক্ষের মধ্যে পাথর ছোড়াছুড়ি হয়েছে। পুলিশ শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য।
এদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত শান্তি বজায় রাখতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া জরুরি আলোচনার জন্য তিনি একটি উচ্চ-পর্যায়ের বৈঠকও ডেকেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।