অনলাইন ব্যাটল রয়েল গেম পাবজিতে হারায় বন্ধুদের কটাক্ষ আর মশকরার শিকার হয়ে আত্মহত্যা করেছে ভারতের তামিলনাড়ুর এক স্কুল পড়ুয়া।
জানা গেছে, পাবজি গেমে হারার পর ওই শিক্ষার্থীকে অপমান করে তার বন্ধুরা। কিন্তু এই অপমান কোনোভাবেই মেনে নিতে পারেনি ১৬ বছরের ওই শিক্ষার্থী।
সে আত্মহত্যার পথ বেছে নেয়। ঘটনাটির তদন্তে নেমে তাই পাবজির দিকেই আঙ্গুল তুলছে সেখানকার পুলিশ। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, ওই কিশোর স্থানীয় কংগ্রেস নেতার ছেলে।
বহুদিন ধরেই সে পাবজি খেলায় মত্ত ছিল। তার পাবজি খেলার সঙ্গী ছিল বন্ধুরাও। তবে খেলায় হেরে গেলেই ওই কিশোরকে বারবার অপদস্ত করত বন্ধুরা। শেষে প্রবল অপমানিত হয়ে চরম পদক্ষেপ নেয় ওই ১৬ বছরের কিশোর।
বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার পরই জেলার কংগ্রেস নেতৃত্ব দাবি তুলেছে, পাবজির মতো খেলা নিষিদ্ধ ঘোষণা করা হোক। ২০১৯ সালে একবার পাবজিকে নিষিদ্ধও ঘোষণা করা হয়েছিল। তবে পরে তা আবার চালু হয়।
আপাতত দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার পরই জেলার কংগ্রেস নেতৃত্ব দাবি তুলেছে, পাবজির মতো খেলা নিষিদ্ধ ঘোষণা করা হোক।
ভারতে বরাবরই পাবজির মতো অনলাইন গেমগুলো নিয়ে বিতর্ক চলে আসছে। দেশটির একাংশ যুব সমাজের অধপতনের জন্য এ গেমকে দায়ী করছে। বাংলাদেশেও এই গেম নিয়ে বিতর্ক রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।