ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের বেশ কিছু প্রতিষ্ঠান এবং ব্যক্তির বিরুদ্ধে প্রতিশোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। গতকাল মঙ্গলবার পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ওই পাল্টা ব্যবস্থা নেয়ার কথা ঘোষণা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে সোমবার হুঁশিয়ারি উচ্চারণ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ইরানের ৩২ কর্মকর্তা ও দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন অতি সম্প্রতি যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার পাল্টা পদক্ষেপ হিসেবে একই ধরনের ব্যবস্থা নেবে তেহরান। ইরানে গত বছরের সেপ্টেম্বরে যে সহিংসতা শুরু হয়েছিল তা নিয়ন্ত্রণে ভূমিকা রাখার দায়ে ইরানের এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় ইইউ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি ইইউ ও ব্রিটেনের সমর্থন এবং ইরানি জনগণের বিরুদ্ধ সন্ত্রাসবাদ ও সহিংসতা উস্কে দেয়ায় তাদের ভূমিকা থাকার কারণে তাদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।