মুক্ত গণমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবি জানিয়েছে সাংবাদিক, সম্পাদক ও প্রকাশকদের আন্তর্জাতিক জোট।
বুধবার (২২ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় সমবেত হন ছয় দেশ থেকে আসা বিভিন্ন ইউনিয়ন ও সংস্থার ১৫ জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রকাশক প্রতিনিধি। এ সময় তারা অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা সব অভিযোগ তুলে নেয়ার দাবি জানান তারা।
প্রতিনিধিরা সুইজারল্যান্ড সরকারকেও এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান। অ্যাসাঞ্জকে সুইজারল্যান্ডে নিরাপদ আশ্রয় দেয়ারও দাবি জানান সাংবাদিকরা। গত সপ্তাহে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করার অনুমোদন দেয় যুক্তরাজ্য সরকার।
এ অনুমোদনের পরিপ্রেক্ষিতেই মুক্ত গণমাধ্যম আন্দোলনের কর্মী ও সমর্থকরা এ আহ্বান জানালেন। যুক্তরাজ্যের ওই রায়কে ‘স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন ও মুক্ত গণমাধ্যমের অবমাননা’ বলে উল্লেখ করেছেন জোটের কর্মীরা। যুক্তরাজ্যের এ আবেদনের বিপরীতে আপিল করবেন অ্যাসাঞ্জ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।