বর্তমানে অনলাইনে কেনাকাটার ব্যপক হারে যেমন বৃদ্ধি হয়েছে তেমন বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন অনেকে। সম্প্রতি ভারতের আহমেদাবাদের যশস্বী শর্মা নামের এক শিক্ষার্থীও বিব্রতকর পরিস্থিতির ভুক্তভোগী।
আরো পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করলো আইসিবি
বাংলাদেশ অত্যন্ত সক্ষমতার সঙ্গে নিয়মিত ঋণ পরিশোধ করেছে : অর্থমন্ত্রী
জ্যামাইকা রানে ব্যর্থ হয়েছেন সাকিব
জানা গেছে, জনপ্রিয় ই-কমার্স সাইট ছিল ফ্লিপকার্ট। সেখান থেকে থেকে বাবার জন্য একটি ল্যাপটপ অর্ডার করেন। কিন্তু ডেলিভারিতে তিনি পেয়েছেন ডিটারজেন্ট সাবান। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে -এর এক প্রতিবেদনে এ তথ্য জানায়। সামাজিকমাধ্যমে এক ভুক্তভোগী বলেন, ফ্লিপকার্টের ‘বিগ বিলিয়ন ডেইজ’ সেল ক্যাম্পেইন থেকে তিনি একটি ল্যাপটপ অর্ডার করেছিলেন। কিন্তু ডেলিভারির সময়ে তার তিনি যে প্যাকেটটি পান তাতে ডিটারজেন্ট সাবান ছিল।
এ ঘটনার দায় নিতে নারাজ ফ্লিপকার্ট কর্তৃপক্ষ। তারা দাবি করছে, ওপেন বক্স ডেলিভারির সুবিধা নিলেই এ ঘটনা ঘটতো না। সবশেষে যশস্বী শর্মা বলেন, তার এক আত্মীয় এ ঘটনায় প্রয়োজনীয় প্রমাণাদি উপস্থাপন করে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে। পরবর্তীতে ফ্লিপকার্টের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করে রিফান্ডের বিষয়ে আলোচনা করা হয়। যদিও যশস্বী এখনও রিফান্ড বুঝে পাননি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।