অর্থনীতি চাকা আরও চাঙ্গা করতে আকর্ষণীয় সুযোগ-সুবিধা সম্বলিত প্রিমিয়াম ভিআইপি ভিসা চালু করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তবে শুধু ইসরাইল এবং কূটনৈতিক সম্পর্ক নেই এমন দেশের নাগরিকরা এ ভিসার মধ্যে থাকবে না। এ ভিসায় আগতদের মালয়েশিয়ায় বিশেষ সুবিধায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ রয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন সংবাদ সংস্থা বারনামাকে দেয়া এক বিবৃতিতে এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার প্রিমিয়াম ভিআইপি ভিসা (পিভিআইপি) দিয়ে বিশ্বের বড় বড় ব্যবসায়ীদেরকে আকর্ষণ করে মালয়েশিয়ায় বিনিয়োগ বাড়িয়ে অর্থনীতি চাঙ্গা করাই মালয়েশিয়ার লক্ষ্য।
তবে এই প্রিমিয়াম ভিআইপি ভিসায় আবেদন করতে মালয়েশিয়ান এক মিলিয়ন রিংগিত দেশটিতে ফিক্সড ডিপোজিট করার সক্ষমতা থাকতে হবে। তিনি আরও বলেছেন, আমরা আগামী নভেম্বর মাস থেকে এই পিভিআইপি ভিসা দেয়া শুরু করব।
ইসরাইল ছাড়া বিশ্বের যেকোনো প্রান্তের নাগরিককে আমরা স্বাগত জানাব। এই প্রিমিয়াম ভিআইপি ভিসার যাবতীয় শর্তাবলি বিস্তারিত শিগগিরই জানানো হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।