বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ভাবে মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ বাড়ছে। মাঙ্কিপক্স আক্রান্ত রোগী প্রথম পাওয়া যায় আফ্রিকায়। এখন পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশে মাঙ্কিপক্স ছড়িয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস।

এ দিকে বিশ্বব্যাপী মাঙ্কিপক্স সংক্রমণের মাত্রা বাড়ায় শনিবার (২৩ জুলাই) মাঙ্কিপক্স নিয়ে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে ডব্লিউএইচও। বিশ্বে ১৬ হাজারেরও বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার পর জরুরি অবস্থা ঘোষণা করেছে সংস্থাটি। মাঙ্কিপক্স রোগটির নামের উৎপত্তি হয়েছে মাংকি (বাঁনর) থেকে। কারণ রোগটি প্রথমে একটি বাঁনরের মধ্যেই পাওয়া গিয়েছিল।

প্রাণঘাতী স্মলপক্স (গুটিবসন্ত) ভাইরাসের সঙ্গে এটির সংযোগ আছে। স্মলপক্স ভাইরাস ১৯৮০ এর দশকে নির্মূল করা সম্ভব হয়। তবে মাঙ্কিপক্স ভাইরাস স্মলপক্স ভাইরাসের মতো এত প্রাণঘাতী না। আফ্রিকা থেকে বিশ্বের কয়েকটি মহাদেশে মাঙ্কিপক্সের বিস্তার ঘটেছে। এই তালিকা প্রকাশ সংবাদ সংস্থা এএফপির।