এখন পর্যন্ত বিশ্বের ৮০টিরও বেশি দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স ভাইরাস। এতে আক্রান্ত ৪০ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছে।
শনিবার (২০ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। ইতোমধ্যেই বিশ্ব জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এই মাঙ্কিপক্সকে। ভারতের পর ইন্দোনেশিয়াতেও এবার মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে। জুলাই মাসে ইন্দোনেশিয়ার প্রতিবেশী সিঙ্গাপুরে মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল।
৫ আগস্ট পর্যন্ত দেশটিতে এ রোগের ১৫ জন রোগী শনাক্ত হয়। দক্ষিণপূর্ব এশিয়ার ফিলিপিন্স ও থাইল্যান্ডেও মাঙ্কিপক্সের রোগী শনাক্ত হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।