মিয়ানমার সেনাপ্রধান মিন অং হ্লাইং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্তকে অনুষ্ঠিত ইস্টার্ন ইকোনমিক ফোরামের (ইইএফ) সম্মেলনের সাইডলাইন বৈঠকে এই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়।
বার্তা সংস্থা আরআইএর এই খবরটি নিশ্চিত করেছে। নিষেধাজ্ঞার মধ্যে দেশ দুটির এ বৈঠক অনেক তাৎপর্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। মিন অং হ্লাইং, যিনি ২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন।
অভ্যুত্থানের পর থেকে দু’বার রাশিয়া সফর করলেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যগুলোর খবরে বলা হয়, ইইএফ সম্মেলনে রাশিয়া ও মিয়ানমারের সশস্ত্র বাহিনীর মধ্যে ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আলোচনা করেছেন দেশ দুটির প্রতিনিধিরা।
এ ছাড়া পর্যটন, তেল ও গ্যাস বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুসহ আরও বিস্তৃত অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। সংকট কাটাতে গত আগস্টে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করার কথা জানায় মিয়ানমার। মিয়ানমার আমদানির অর্থ রুশ মুদ্রা রুবলে পরিশোধ করতে প্রস্তুত বলেও পুতিনকে জানিয়েছেন মিন অং হ্লাইং।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।