বৈশ্বিক খাদ্য সংকটের মাঝেই ইউক্রেন থেকে শস্য রফতানি নতুন আশার আলো দেখেছে। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় গত ২২ জুলাই শস্য রফতানির বিষয়ে চুক্তি করে রাশিয়া-ইউক্রেন।

এ চুক্তি অনুযায়ী কৃষ্ণসাগর থেকে অবরোধ তুলে নেবে রাশিয়া। এতে ইউক্রেনে উৎপাদিত লাখ লাখ টন শস্য বহির্বিশ্বে রফতানির দ্বার খুলছে। কৃষ্ণসাগরের বন্দরগুলো দিয়ে শস্য রফতানির সব প্রস্তুতি সম্পন্ন করছে ইউক্রেন। কয়েকদিনের মধ্যেই শস্য রফতানি শুরু করার কথা জানিয়েছে দেশটি। বিবিসির বরাত দিয়ে ইউক্রেনের অবকাঠামোবিষয়ক মন্ত্রী অলেক্সান্ডার কুবরাকভ বলেন, ‘চুক্তি অনুযায়ী আমরা শস্য রফতানির প্রস্তুতি নিচ্ছি।

বাণিজ্যিক জাহাজগুলো কয়েকদিনের মধ্যে ইউক্রেনের জাহাজের সঙ্গে বন্দরে অবস্থান নেবে। উভয়পক্ষ নিরাপত্তার নিশ্চয়তা দিলেই কেবল এ চুক্তি কার্যকর হবে। যদি তারা (রাশিয়া) এটা না মানে, তবে চুক্তি মুখ থুবড়ে পড়বে।’