সেনাবাহিনীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গত সোমবার (২৫ এপ্রিল) রাজধানী পিয়ংইয়ংয়ে আয়োজিত এক সামরিক মহড়ায় নিষিদ্ধ ঘোষিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে রাত্রিকালীন ওই মহড়ায় নিষিদ্ধ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাসোং-১৭ প্রদর্শর করতে দেখা গেছে।

এই মহড়ায় দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন অতি দ্রুত উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রম বৃদ্ধির ঘোষণা দিয়েছেন।

বৃটিশ বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের মার্চ মাসে ২০১৭ সালের পর দেশটি সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালিয়েছে।