পূর্ব সাগরে অজ্ঞাত এক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। রোববার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার আগে আগে উত্তর পিয়ংইয়ং প্রদেশের তায়েচন এলাকায় নিজেদের পূর্ব উপকূল বরাবর সাগরে এ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং।এটি ৬০ কিলোমিটার উপর দিয়ে ৬০০ কিলোমিটার দূরে গিয়ে পড়ে।

আরো পড়ুন: ফিলিপাইনে টাইফুনের আঘাতে ৪ উদ্ধারকর্মী নিহত

পূজোর আনন্দ

এদিকে এ মিসাইল ছোড়ার পর দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, উত্তর কোরিয়ার মিসাইল ছোড়ার বিষয়টি সুস্পষ্ট উস্কানি। যে কোনো সময় তাদের উস্কানির জবাব দিতে প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া।

এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে বিবিসি। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাদের পূর্বনির্ধারিত একটি সামরিক মহড়া ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পূর্ব এশিয়া সফরের আগে এ ঘটনা ঘটালো দেশটি।

এদিকে সিউলের জয়েন্ট চিপস অব স্টাফ বিস্তারিত উল্লেখ না করে বলেছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরে একটি অজ্ঞাত ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। টোকিওর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের উদ্ধৃতি দিয়ে জাপানে নিরাপত্তা বিভাগ ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয়টি নিশ্চিত করেছে।