গোয়েন্দা স্যাটেলাইটের চূড়ান্ত পরীক্ষা সম্পন্নের দাবি করেছে উত্তর কোরিয়া। আজ সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘উত্তর কোরিয়ার জাতীয় মহাকাশ সংস্থা গতকাল দেশটির উত্তর পিয়ংয়ান প্রদেশের চোলসান এলাকায় সোহাই স্যাটেলাইট উৎক্ষেপণ স্টেশনে এই পরীক্ষা চালায়। কেসিএনএ জানায়, রকেটের মাধ্যমে ‘স্যাটেলাইটটি’ মহাকাশে ৫০০ কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হয়েছে। এই স্যাটেলাইটে অনেকগুলো ক্যামেরা আছে।

আরোও পড়ুন:

মেসি ঘোষণা দিলেন জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন

মিসেস ওয়ার্ল্ড জিতলেন কাশ্মীরকন্যা

ইরাকে বোমা বিস্ফোরণে ৮ পুলিশ নিহত

ছবি তোলার পাশাপাশি সেগুলো সঠিকভাবে পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে। স্যাটেলাইটটি দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। আজ দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, রাজধানী সিউল ও এর পাশের শহর ইনচেওনের ছবি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে, পিয়ংইয়ংয়ের পরীক্ষামূলক স্যাটেলাইট দিয়ে ছবিগুলো তোলা হয়েছে।