আরও দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দুই সপ্তাহেরও কম সময়ে এ নিয়ে ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পিয়ংইয়ং।
বৃহস্পতিবার এ পরীক্ষা চালানো হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
এ হামলাকে প্রতিশোধমূলক ব্যবস্থা বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার বিপরীতে এ ব্যবস্থা বলে দাবি করেছে পিয়ংইয়ং।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র দুটি জাপানের দিকে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে।
এর আগে মঙ্গলবার জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর পর পরই যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকে এ ঘটনার নিন্দা জানায়।
উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্তিশালী নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধাচরণ করায় চীন ও রাশিয়াকে দোষারূপ করেছে যুক্তরাষ্ট্র।
নিরাপত্তা পরিষদের বৈঠকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে মস্কো ও বেইজিং। শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে এ বিষয়ের সমাধানের পক্ষে মত দেয় চীন-রাশিয়া।
উত্তর কোরিয়ার মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় বুধবার যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া চালিয়েছে। যুক্তরাষ্ট্র এও বলেছে— ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও সামরিক মহড়া সমান নয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।