মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেন ভূখণ্ডে ‘গণহত্যা’ চালাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল মঙ্গলবার (এপ্রিল) প্রথমবার এই অভিযোগ করলেন মার্কিন প্রেসিডেন্ট।
বাইডেন বলেন, এটাকে আমি গণহত্যাই বলবো। স্পষ্ট যে ইউক্রেনকে নিশ্চিহ্ন করে দিতে চাইছেন পুতিন। প্রতিদিনই নতুন নতুন তথ্য-প্রমাণ হাতে আসছে। রুশ সেনারা দেশটিতে ভয়াবহ নৃশংসতা চালাচ্ছে।
- পুতিন একজন যুদ্ধাপরাধী : প্রেসিডেন্ট জো বাইডেন
- রাশিয়ার উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন: জো বাইডেন
- শেখ হাসিনার প্রশংসায় জো বাইডেন
প্রত্যাশা করি পুতিন প্রশাসনকে জবাবদিহির মুখোমুখি করবেন আন্তর্জাতিক আদালত। এদিকে, ইউক্রেনের সীমান্তবর্তী তিনটি এলাকায় রাশিয়া সেনা উপস্থিতি বাড়িয়েছে- এমন অভিযোগ করেছে জেলেনস্কি প্রশাসন। গুরুত্বপূর্ণ বন্দর নগরী মারিওপোলেও অব্যাহত রয়েছে হামলা।
মস্কো বলছে, মারিওপোলে এক হাজারের বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।