রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মঙ্গলবার মধ্যপ্রাচ্যের দেশ ইরান সফরে যাচ্ছেন।
রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন এ তথ্য।

দিমিত্রি পেসকোভ বলেছেন, ইরানে একটি ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রেসিডেন্ট পুতিন। সেই বৈঠকে থাকবেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান।
রুশ মুখপাত্র দিমিত্রি পেসকোভ আরও বলেছেন, ত্রিপক্ষীয় বেঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে আলাদা একটি বৈঠক করবেন পুতিন।

তাদের দাবি সিরিয়া বিষয়ক আলোচনা করতে ইরান যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন এমন সময় ইরানে যাচ্ছেন যখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধে কাজে লাগাতে ইরানের কাছ থেকে ড্রোন নেওয়ার চেষ্টা চালাচ্ছে রাশিয়া।

এমনকি খবর বের হয়েছে, ইতিমধ্যে ইরান ড্রোন দেওয়ার কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে নিজেদের ড্রোনগুলো কিভাবে ব্যবহার করতে হবে রুশ সেনাদের সেই প্রশিক্ষণও দিচ্ছে ইরান।

সূত্র: আল জাজিরা, ব্লুমবার্গ