আগামী মাসে হংকংয়ে নিলামে উঠতে যাচ্ছে বিরল একটি গোলাপি হীরা। নিলামে হীরাটি ২ কোটি ১০ লাখ মার্কিন ডলারের বেশি দামে বিক্রি হতে পারে। বাংলাদেশী মুদ্রায় তা ২০১ কোটি টাকার বেশি। নিলামকারী প্রতিষ্ঠান সোথেবিস এমনটাই বলছে। হীরাটি চকচকে গোলাপি।
এটিকে বিশ্বের সবচেয়ে বিশুদ্ধতম হীরা হিসেবে বর্ণনা করা হয়। ১১ দশমিক ১৫ ক্যারেটের কুশন আকৃতির হীরাটিকে ‘উইলিয়ামসন পিংক স্টার’ নামে ডাকা হয়। হীরাটির উৎপত্তিস্থল তানজানিয়ার খনি এলাকা। সোথবিসের গয়না বিভাগের প্রধান ক্রিস্টিয়ান স্পোফোর্থ বলেন, গোলাপি হীরা প্রকৃতিতে ব্যতিক্রমভাবেই বিরল।
হীরাটি আগামী ৫ অক্টোবর হংকংয়ে স্বতন্ত্র নিলামে তোলা হবে বলে জানান স্পোফোর্থ। নিলামে হীরাটি কিনতে অনেকেই আগ্রহী হবেন বলে আশা করছেন তিনি। নিলামের জন্য ‘উইলিয়ামসন পিংক স্টার’ হংকংয়ে পৌঁছানোর আগে দুবাই, সিঙ্গাপুর ও তাইপেতে যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।