লিবিয়া থেকে ইউরোপে আসার পথে ভূমধ্যসাগরে শরণার্থীবাহী একটি নৌকা ডুবে ৯০ জনের মৃত্যু হয়েছে। রোববার (৩ এপ্রিল) এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার।

টুইটবার্তায় জানা গেছে, লিবিয়া থেকে ইউরোপে আসার পথে শতাধিক শরণার্থীবোঝাই একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেছে। এ ঘটনায় নিহত হয়েছে ৯০ জন। তবে আলজেরিয়ার একটি বাণিজ্যিক তেলবাহী ট্যাংকার মাত্র চারজনকে জীবিত উদ্ধার করতে পেরেছে।

এ ছাড়া আরও একজন শরণার্থী গত চার দিন ধরে নৌকা নিয়ে সাগরে ভাসছেন। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রেনডি এক টুইটবার্তায় ইউরোপের দেশগুলোর প্রতি সাগরে ভাসা এসব শরণার্থীদের আশ্রয় দিতে মানবিক আবেদন জানিয়েছেন।

কলমকথা/ বিথী