বিশ্বের সবচেয়ে পুরোনো হৃদপিণ্ডের সন্ধান পেয়েছেন গবেষকরা। প্রাগৈতিহাসিক যুগের একটি মাছের জীবাশ্মে প্রায় চল্লিশ কোটি বছর (৩৮০ মিলিয়ন বছর) পুরোনো হৃদপিণ্ড আবিষ্কার করেন তারা। হৃদপিণ্ডটি ছিল ‘গোগো’ নামের একটি মাছের, যা বর্তমানে বিলুপ্ত।
পশ্চিম অস্ট্রেলিয়ায় খুঁজে পাওয়া এ বিস্ময়কর আবিষ্কারটি সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণাটির নেতৃত্ব দেন অস্ট্রেলিয়ার পার্থ শহরে অবস্থিত কার্টিন ইউনিভার্সিটির অধ্যাপক কেইট ট্রিনাজস্টিক। গোগো রক ফর্মেশন নামে পরিচিত কিম্বার্লির এই এলাকাটিতে খনিজ পদার্থ রয়েছে যার ফলে মাছের যকৃৎ, পাকস্থলী, অন্ত্র এবং হৃদপিণ্ডের মতো বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গ সংরক্ষিত থাকে।
প্রাগৈতিহাসিক মাছের একটি শ্রেণি ‘প্লেকোডার্মস’-এর প্রথম মাছ হলো এই গোগো। প্লেকোডার্মস শ্রেণির মাছগুলোর চোয়াল ও দাঁত ছিল এবং দৈর্ঘ্যে ২৯.৫ ফুট বা নয় মিটার পর্যন্ত লম্বা হতো। পৃথিবীতে প্রথম ডাইনোসরের অস্তিত্বেরও ১০০ মিলিয়ন বছর আগে ৬০ মিলিয়ন বছর যাবত গ্রহের ‘ডমিনেন্ট লাইফ ফর্ম’ ছিল এই প্লেকোডার্মসরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।