ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার পর থেকে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে। পশ্চিমা বিশ্বের এই নিষেধাজ্ঞাকে বেআইনি বলে আখ্যায়িত করে দেশটির সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব ‘অর্থনৈতিক যুদ্ধে’র ঘোষণা দিয়েছে।
- ৮ এপ্রিল, ইতিহাসের কথা
- ‘যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের ইফতার আয়োজন’
- নতুন ভ্যারিয়েন্ট ‘এক্সই’ ওমিক্রনের চেয়ে বেশি সংক্রামক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এই সহযোগী বলেছেন, নিষেধাজ্ঞার বিষয়টি বেআইনি। এটি রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক আগ্রাসন’।
মেদভেদেভ তার টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ার আত্মরক্ষার ব্যাপারে কারও সন্দেহ থাকা উচিত নয়। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা রাশিয়াকে অস্থিতিশীল করতে পারবে না। বরং এর প্রভাব বিপরীত হবে। যেসব দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাদের ব্যাপারে রাশিয়ার ‘নেতিবাচক ইমোশন’ থাকবে।
সূত্র : বিবিসি
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।