ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার পর থেকে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে। পশ্চিমা বিশ্বের এই নিষেধাজ্ঞাকে বেআইনি বলে আখ্যায়িত করে দেশটির সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব ‘অর্থনৈতিক যুদ্ধে’র ঘোষণা দিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এই সহযোগী বলেছেন, নিষেধাজ্ঞার বিষয়টি বেআইনি। এটি রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে  ‘আন্তর্জাতিক আগ্রাসন’।

মেদভেদেভ তার টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ার আত্মরক্ষার ব্যাপারে কারও সন্দেহ থাকা উচিত নয়। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা রাশিয়াকে অস্থিতিশীল করতে পারবে না। বরং এর প্রভাব বিপরীত হবে। যেসব দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাদের ব্যাপারে রাশিয়ার ‘নেতিবাচক ইমোশন’ থাকবে।

সূত্র : বিবিসি