ইসরাইল গত শুক্রবার (১০ জুন) প্রথমবারের মতো দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলায় বিমানবন্দরটির দুটি রানওয়ে ক্ষতিগ্রস্ত হয় এবং সাময়িকভাবে সেখানে আন্তর্জাতিক ফ্লাইটগুলোর ওঠানামা বাতিল করতে হয়।
হামলার ব্যাপারে তেলআবিবের ব্যাখ্যা জানার জন্য মস্কোয় নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে। তবে এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি।
এর আগে রাশিয়ার সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি আলেক্সান্ডার ল্যাভরান্তিয়েভ সিরিয়ার অভ্যন্তরে ইসরাইলের হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেন। তিনি সিরিয়া থেকে মার্কিন সেনাদের অবৈধ উপস্থিতিরও অবসান কামনা করেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বিমান হামলার পর পরই নিন্দা করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড বেসামরিক বিমান সংস্থা এবং বেসামরিক নাগরিকদের বিপদে ফেলেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।