ইউরোপীয় দেশগুলোতে আবারও গ্যাস সরবরাহ হ্রাসের ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রধান গ্যাস সরবরাহকারী কোম্পানি গ্যাজপ্রম জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্য ইউরোপে তাদের প্রধান পাইপলাইন নর্ড স্ট্রিম ১-এর আরও একটি টারবাইন বন্ধ করে দেয়া হচ্ছে।
সোমবার (২৫ জুলাই) এক বিবৃতিতে গ্যাজপ্রম জানিয়েছে, নর্ড স্ট্রিম ১ পাইপলাইনের দ্বিতীয় সিমেন্স টারবাইনটি বন্ধ করে দেয়া হচ্ছে। এর ফলে ২৭ জুলাই গ্রিনিচ মান সময় ৪টা থেকে ইউরোপে ২০ শতাংশ গ্যাস সরবরাহ কমে যাবে, অর্থাৎ প্রতিদিন ৩৩ মিলিয়ন ঘনমিটারের বেশি গ্যাস সরবরাহ করা যাবে না। তবে জার্মান অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী গ্যাস সরবরাহ কমানোর প্রযুক্তিগত কোনো কারণ নেই।
রাশিয়ার এ সিদ্ধান্তের ফলে আগামী শীতের আগে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর গ্যাস মজুত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না বলে আশঙ্কা তৈরি হয়েছে। যদিও ইউরোপীয় কমিশন এর আগে রুশ গ্যাস সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় ইইউ দেশগুলোকে জ্বালানির ব্যবহার ১৫ শতাংশ কমানোর পরামর্শ দিয়েছিল। শিগগিরই এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে বৈঠকে বসছে ইইউ দেশগুলো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।