ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন।

এদিকে গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার এর সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী, রাশিয়ার সেনারা এখন পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্ক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

পূর্ব দিকে এগিয়ে দনবাস অঞ্চলের রুশ ও সমর্থক বাহিনীর সঙ্গে সংযোগ স্থাপন করাই এর লক্ষ্য। খবরে বলা হয়েছে, ‘ইজিয়ুম থেকে স্লোভিয়ানস্ক দখলের জন্য রাশিয়ার বাহিনীর প্রচেষ্টাই সম্ভবত হবে ইউক্রেনের যুদ্ধের পরবর্তী প্রধান লড়াই।’

রাশিয়াকে ন্যুনতম পদক্ষেপ হিসেবে স্লোভিয়ানস্ককে দখলে নিতেই হবে। তারা তা করতে না পারলে পূর্বের দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চল দখল করার প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। রাশিয়ার সেনারা ওই অঞ্চলগুলিতে আক্রমণে এখনো তেমন কোনো অগ্রগতিই করতে পারছে না।

সূত্র: বিবিসি