ইউক্রেন সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দেশটিতে যুদ্ধ প্রতিরোধ বা শেষ করতে ব্যর্থতার জন্য তার নিজের সংস্থারই নিরাপত্তা পরিষদের সমালোচনা করেছেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কিয়েভে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে স্থানীয় সময় সন্ধ্যার পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সমালোচনা করেন তিনি।

বৃহস্পতিবার সফরের শুরুতে জাতিসংঘ মহাসচিব ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের যুদ্ধবিধ্বস্ত শহরগুলো পরিদর্শন করেন। তিনি এসময় যুদ্ধের নিন্দা করে একে ‘অগ্রহণযোগ্য’ ও ‘একুশ শতকে অবাস্তব’ আখ্যা দেন।

আরো পড়ুন: আজ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

শ্রীলংকায় স্কুলে শিক্ষক নেই, ব্যাংকে নেই কর্মী

গুতেরেস তখন গণহত্যার অভিযোগ তদন্তে সহায়তার জন্য রাশিয়ার প্রতি সহযোগিতার আহ্বানও জানান।

আন্তোনিও গুতেরেস সংবাদ সম্মেলনে বলেন, আমাকে খুব স্পষ্ট করে বলতে দিন- নিরাপত্তা পরিষদ এই যুদ্ধ প্রতিরোধ ও শেষ করার জন্য তার ক্ষমতার সবকিছু করতে ব্যর্থ হয়েছে।

এটি গভীর হতাশা এবং ক্ষোভের সৃষ্টি করেছে। তবে আমরা জাতিসংঘের নারী ও পুরুষ কর্মীরা অনেক সাহসী ইউক্রেনীয় সংগঠনের পাশাপাশি দেশটির জনগণের জন্য প্রতিদিন কাজ করছি।

গুতেরেস জানান, মারিউপোল থেকে আটকাপড়া মানুষদের সরিয়ে আনাকে বাস্তবে রূপ দিতে তিনি প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।