সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে ৪, ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল বইমেলা। মেলায় আমিরাতে বেড়ে ওঠা নতুন প্রজন্মদের উপস্থিতিও কম ছিল না।
বাবা-মায়ের হাত ধরে প্রতিদিনই শিশুরা এসেছে এই মেলায়। স্টলে স্টলে ঘুরে বাবা-মায়ের সঙ্গে পছন্দের বই কিনেছে অনেক শিশু।
ক্ষুদে প্রবাসী লেখক রুহিন হোসেনের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা। সে বইমেলায় পাঠকের পাশাপাশি একজন গল্পকার হিসেবে এসেছে। বইমেলার প্রথম দিন তার ইংরেজি গল্পের বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।
রুহিন হোসেনের ‘Big Blast of Brilliant Stories’ বইতে শিশুদের জন্য শিক্ষণীয় ১৫টি গল্প রয়েছে।
প্রবাসী লেখক রুহিন হোসেনের দেশের বাড়ি গোপালগঞ্জ। তার বাবা কবি, চিত্রশিল্পী, কূটনীতিক ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। মা চিত্রশিল্পী আবিদা হোসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।