বিক্ষোভের উত্তাল দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সরকারি বাসভবন এখন বিক্ষোভকারীদের দখলে। আর সেখানেই একের পর এক ছবি তুলে আলোচনায় এসেছেন এক তরুণী।
গত ১২ জুলাই ফেসবুকে ২৬টি ছবি পোস্ট করেছেন কলম্বোর বাসিন্দা মধুহংসী মধুহংসী। সঙ্গে লিখেছেন, ‘কলম্বোয় প্রেসিডেন্টের বাসভবনে।’ মধুহংসীর ওই ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়। অবশ্য নেটিজেনরা বিষয়টি ভাল চোখে দেখেননি। একজন লিখেছেন, আপনি নিজের দেশকেই ঠাট্টা করছেন। অন্য একজন লিখেছেন, শ্রীলংকার নতুন পর্যটনস্থল।
যদিও মধুহংসী একা নন, আরও অনেকেই বিদ্রোহ অধ্যুষিত প্রেসিডেন্ট ভবনে বেড়াতে এসেছেন। ছবি তুলছেন। কেউ কেউ ছোট বাচ্চাদের নিয়েও এসেছেন। এর আগে বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে সুইমিং পুলে বিক্ষোভকারীরা নেমে সাঁতার কাটছেন। কাউকে আবার প্রেসিডেন্টের পালঙ্কে শুয়ে থাকতে দেখা যায়। কেউ কেউ আবার রান্নাঘরে ঢুকে রান্নার কাজও করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।