যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কায় সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর দেখতে চায় বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জুলি চুং।

এক টুইট বার্তায় জুলি চুং বলেন, আমরা সমস্ত সহিংসতার নিন্দা জানাই এবং আইনের শাসন সমুন্নত রাখার জন্য আহ্বান জানাই। তিনি জোর দিয়ে বলেছেন, শ্রীলঙ্কায় গণতান্ত্রিক ও সাংবিধানিক কাঠামোর মধ্যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর অপরিহার্য। যাতে জবাবদিহিতা, স্বচ্ছতা, গণতান্ত্রিক শাসন এবং জনগণের দাবি পূরণ হয়। দেশটিতে যাতে একটি ভালো ভবিষ্যৎ আসে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, জুলি চুং শ্রীলঙ্কায় অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা আনতে দলগুলোকে একসঙ্গে কাজ করারও অনুরোধ করেছেন। তিনি বলেন, আমরা সমস্ত পক্ষকে জাতির উন্নয়নে অবদান রাখতে পারে এমন দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য স্থিতিশীলতা আনার আহ্বান জানাই।