আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল ক্রয়ের পরিমাণ বাড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরব। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সৌদি আরব নিজেদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহারের জন্য অন্য সময় যে পরিমাণ তেল কেনে, সেই তুলনায় এখন রাশিয়ার কাছ থেকে দ্বিগুণ পরিমাণ তেল কিনেছে। সৌদি আরব নিজেও বিশ্বের সর্ববৃহৎ তেল রফতানিকারক দেশ।
তবে রাশিয়ার তেল ও জ্বালানির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করার কারণে তাদের গ্রাহকের সংখ্যা কমে যায়। ফলে রাশিয়া অতিরিক্ত ছাড়ে তেল বিক্রি শুরু করে। রাশিয়ার এসব জ্বালানি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে দিয়ে গ্রীষ্মের চাহিদা মেটায় সৌদি আরব।
অন্যদিকে নিজেদের অপরিশোধিত তেল বৈশ্বিক বাজারে রফতানি করে থাকে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার জ্বালানি খাতে অবরোধ দেয়ার পরও দেশটি তেলের মূল্যে অতিরিক্ত ছাড় দেয়ায় বিভিন্ন রাশিয়ার দেশ তেল কেনা অব্যহত রেখেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।