আফগানিস্তানের জনপ্রিয় মডেল আজমল হাবিবি এবং তার সঙ্গীকে আটক করেছে তালেবান। বার্তা সংস্থা এপি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ফ্যাশন শো, ইউটিউব ক্লিপ আর মডেলিং ইভেন্টের কারণে তিনি আফগানদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন।
তালেবান সরকারের গোয়েন্দা বিভাগ জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স মঙ্গলবার টুইটারে তাদের হাতকড়া পরা ভিডিও পোস্ট করেছেন।
আজমল ও তার সঙ্গীদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠেছিল। তারা অবশ্য পরে এর জন্য বিবৃতি দিয়ে ক্ষমাও চেয়েছিলেন। তবে তারপরও মঙ্গলবার তাদের আটক করে তালেবান। আজমল ও তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তারা কঠোর শাস্তির মুখোমুখি হতে পারেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।