হাঙ্গেরিতে আবহাওয়া নিয়ে ভুল পূর্বাভাস দেয়ায় আবহাওয়া দফতরের প্রধানকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে বরখাস্ত করা হয়েছে আবহাওয়া দফতরের উপ-প্রধানকেও।
মঙ্গলবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে বিবিসি। ওই প্রতিবেদনে বলা হয়, শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় সেন্ট স্টিফেন দিবস উদযাপনের জন্য ‘ইউরোপের সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শন’ অনুস্থানের আয়োজন করা হয় হাঙ্গেরিতে। একইসঙ্গে দিনটি ছিল জাতীয় ছুটির দিন। কিন্তু নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরুর সাত ঘণ্টা আগে চরম আবহাওয়ার সতর্কতা উল্লেখ করে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।
কিন্তু দেখা যায়, ওই সময়ের আবহাওয়া ছিল একেবারেই শান্ত। সেদিন সেন্ট স্টিফেন দিবস উদযাপনের জন্য প্রায় ৪০ হাজার আতশবাজি প্রস্তুত ছিল। বুদাপেস্টের মধ্যাঞ্চলীয় দানিয়ুব নদীর ৫ কিলোমিটার এলাকাজুড়ে ২৪০টি পয়েন্ট থেকে এসব আতশবাজি ছোঁড়ার জন্য প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছিল। ওই প্রদর্শনীটি সাধারণত ২০ লাখ মানুষ দেখেন। কিন্তু আবহাওয়া দফতর থেকে জারিকৃত চরম আবহাওয়া সতর্কতার কারণে সরকার ব্যাপক আয়োজনের এই অনুষ্ঠানটি এক সপ্তাহের জন্য স্থগিত করে।
কিন্তু ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সার্ভিস ঝড়-বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিয়েছিল বাস্তবে তার কিছুই দেখা যায়নি। দেখা যায়, ঝড়ের দিক পরিবর্তন হয়ে বুদাপেস্টের পরিবর্তে পূর্ব হাঙ্গেরির কিছু অংশে এটি আঘাত হেনেছে। অন্যদিকে রাজধানী শহরে ঝড়-বৃষ্টি ছিল সম্পূর্ণভাবে অনুপস্থিত। শেষে অবশ্য নিজেদের ফেসবুক পেইজে পোস্ট দিয়ে সর্বজনীন ক্ষমা চায় আবহাওয়া দফতর। আর ক্ষমা চেয়েও নিজেদের শাস্তি ঠেকাতে পারেননি ওই দুই কর্মকর্তা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।