জীবনধারণের খরচ বিশ্বব্যাপী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর সঙ্গে তাল মেলাতে কর্মীদের বেতন বৃদ্ধির ওপর জোর দিচ্ছে বিশ্বের অনেক প্রতিষ্ঠান। জাপান সরকারও তেমন উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোকে ২ শতাংশ বেতন বাড়াতে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। মূল্যস্ফীতির হারের ওপর ভিত্তি করে জাপানের কেন্দ্রীয় ব্যাংক ২ শতাংশ হার নির্ধারণ করেছে।
খবর জাপান টুডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ববাজারে পণ্যর দাম বাড়ছে। এর প্রভাব যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের অন্য দেশের ওপরও পড়েছে। এ থেকে মুক্ত নয় বিশ্বের তৃতীয় শীর্ষ অর্থনীতির দেশ জাপান।
তাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মোকাবিলার জন্য প্রতিষ্ঠানের কর্মীদের বেতন বাড়ানোর আহ্বান জানিয়েছে জাপান সরকার। এ উদ্যোগের ফলে উচ্চ মূল্যস্ফীতি, কর্মহীনতা ও শ্লথ প্রবৃদ্ধি থেকে রক্ষা পাবে দেশটি। জাপানের ইকোনমি অ্যান্ড পাবলিক ফাইন্যান্সের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রয়েছে।
দেশটির এক সরকারি কর্মকর্তা জানান, অতীতের চেয়ে বেশি হারে জাপানে দ্রব্যমূল্য বেড়েছে। এর পেছনে রয়েছে আমদানি মূল্যের চড়া ভাব। প্রতিবেদনে বলা হয়েছে, মূল্য সংকোচন রোধে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে বেতন বাড়ানো গুরুত্বপূর্ণ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।