ভারতের বিহার রাজ্যের নওয়াদা জেলায় খরার প্রভাবে ফুলওয়ারিয়া বাঁধের পানিতে নিমজ্জিত একটি মসজিদ তিন দশক পর বেরিয়ে এসেছে। ফুলওয়ারিয়া বাঁধ সংলগ্ন খালের দক্ষিণ প্রান্তের পানি শুকিয়ে যাওয়ায় রাজৌলি চিরাইলা গ্রামের একটি নিমজ্জিত মসজিদ দৃশ্যমান হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের বিহার রাজ্যের নওয়াদা জেলার ফুলওয়ারিয়া বাঁধের কারণে তিন দশক আগে তলিয়ে যাওয়া একটি মসজিদ এবার খরার প্রভাবে জেগে উঠেছে। বাঁধের জলাধারের দক্ষিণ প্রান্তে পানি শুকিয়ে যাওয়ার পর রাজৌলি ব্লকের চিরাইলা গ্রামে ওই মসজিদটির দেখা মিলেছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ১৯৮৫ নালে ফুলওয়ারিয়া বাঁধ নির্মাণের পর ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যায় ‘নূরী মসজিদ’ নামে পরিচিত ওই মসজিদটি। মাটি থেকে ওপরের গম্বুজ পর্যন্ত মসজিদটির উচ্চতা প্রায় ৩০ ফুট। মসজিদটি উঠে আসায় আলোচনা হচ্ছে এর বয়স নিয়ে। অনেকে বলছেন, মসজিদটি ২০ শতকের প্রথম দিকে নির্মিত হয়েছিল এবং এটি প্রায় ১২০ বছর পুরানো হতে পারে। তবে মসজিদের গম্বুজের স্থাপত্য দেখে এমন সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, এটি মুঘলদের পরবর্তী সময়ে নির্মিত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।