যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চক্ষু ফাঁকি দিয়েই ইরান তার মধ্যপ্রাচ্যের মিত্রদের কাছে নিয়মিতই অস্ত্র সরবরাহ করে থাকে। আর তাই মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমানা দিয়ে যাওয়া ইরানি অবৈধ অস্ত্রের চালানের ব্যাপারে কেউ তথ্য দিলে তাকে পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী।
বাহরাইনে অবস্থিত মার্কিন নৌ বাহিনীর সেন্ট্রাল কমান্ডের সদর দফতর থেকে এমন ঘোষণা দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর সেন্ট্রাল কমান্ড সুয়েজ খাল ও হরমুজ প্রণালীতে তাদের অভিযান পরিচালনা করে থাকে।
তারা জানিয়েছে, কেউ তথ্য দিতে পারলে নগদ টাকা, নৌকা বা যন্ত্রপাতি বা খাদ্য পণ্য দেয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী স্পষ্ট করে জানায়নি কোন দেশের নাগরিকরা তথ্য দিয়ে পুরস্কার পেতে পারবেন। তবে ইরানের অস্ত্র ঠেকাতেই এমন উদ্যোগ নিয়েছে তারা। ইরান তার মিত্র ইয়েমেন, সিরিয়া, ফিলিস্তিন এবং লেবাননে অবৈধভাবে অস্ত্র পাঠায়। আর যুক্তরাষ্ট্রের নৌ বাহিনী এমন পুরস্কার ঘোষণা দেয়ায় ইরান তাদের মিত্রদের কাছে অস্ত্র পাঠাতে ঝামেলায় পড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।