ভারতের রাজস্থান ও গুজরাটে এ পর্যন্ত লাম্ফি স্কিন নামের এক ধরণের চর্মরোগে আক্রান্ত হয়ে প্রায় ৩ হাজারের বেশি গরু মারা গেছে। গুজরাট ছাড়াও আরও অন্তত তিনটি প্রদেশ রাজস্থান, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে ছড়িয়ে পড়েছে এই রোগ।
বিশেষজ্ঞরা বলেছেন, এই রোগ মহিষের চেয়ে বেশি হারে গরুতে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার একটি প্রতিবেদন অনুসারে, এই রোগটি দক্ষিণ এশিয়ায় প্রথম ২০১৯ সালের জুলাই মাসে দেখা যায়। বাংলাদেশে এই রোগের প্রাদুর্ভাবের খবর বের হয়েছিল। এর এক মাস পরে এটি ভারতে শনাক্ত করা হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গুজরাটে এ পর্যন্ত দুই হাজার ৬০০ এর বেশি গবাদি পশু এই রোগে মারা গেছে।
তবে বিবিসির প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাস্তব সংখ্যা আরও বেশি। গুজরাটের পাশের রাজ্য রাজস্থানে চলতি বছর মারা গেছে প্রায় ছয় হাজার গরু। গুজরাটের পশুপালন বিষয়ক কর্মকর্তা অনিল ভিরানি বলেন, ‘ছাগলের বসন্তের টিকা এই রোগের বিরুদ্ধে কার্যকর বলে আমরা দেখতে পেয়েছি এবং টিকা কার্যকর হতে ১৫ থেকে ২০ দিন সময় লাগে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।