দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ায় বাসের সঙ্গে আরেকটি যাত্রীবাহী গাড়ির অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ২০ জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। শনিবার (১১ সেপ্টেম্বর) দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

শুক্রবার ওয়ো রাজ্যের ইবারাপা এলাকার ল্যানলেটে এ দুর্ঘটনা ঘটেছে। ইবারাপা জেলার চেয়ারম্যান গেবেঙ্গা ওবালোও বলেছেন, ‘এটি ভয়ঙ্কর দুর্ঘটনা ছিল। ২০টিরও বেশি মানবদেহ সম্পূর্ণরূপে পুড়ে গেছে বলে জানতে পেরেছি। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে, দুটিই যাত্রী বহনকারী ছিল।

দুটিতেই আগুন ধরে যায়।’ তিনি জানান, ‘গুরুতর দগ্ধ’ দুই ব্যক্তি বেঁচে গেছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওবালোও দুর্ঘটনার জন্য দ্রুত গতি ও বেপরোয়া গাড়ি চালানোকে দায়ী করেছেন। রাজ্যের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘দুর্ঘটনায় ২০ জন প্রাণ হারিয়েছেন।’