এ নিয়ে বিগত সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো উত্তর আমেরিকার আকাশে কোনো অজ্ঞাত বস্তুকে চিহ্নিত করে ভূপাতিত করল মার্কিন যুদ্ধবিমান। এর আগে, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আলাস্কায় আরেকটি অজ্ঞাত বস্তুকে ভূপাতিত করা হয় এবং ৪ ফেব্রুয়ারি একটি মার্কিন এফ-২২ যুদ্ধবিমান একটি সন্দেহভাজন চীনা নজরদারি বেলুনকে গুলি করে ভূপাতিত করে। অজ্ঞাত বস্তুটিকে গুলি করে ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারে লিখেছেন, ‘আমি কানাডার আকাশসীমা লঙ্ঘনকারী অজ্ঞাত একটি বস্তুকে ভূপাতিত করার নির্দেশ দিয়েছিলাম। মার্কিন নোরাড কমান্ড ইউকনের আকাশে থাকা বস্তুটিকে গুলি করে নামিয়েছে।’

ট্রুডো আরও লিখেন, ‘বস্তুটিকে ভূপাতিত করতে কানাডা ও যুক্তরাষ্ট্রের বিমানগুলো মোতায়েন করা হয়েছিল এবং একটি মার্কিন এফ-২২ যুদ্ধবিমান সফলভাবে সেটিকে গুলি করে নামিয়েছে।’ ট্রুডোর টুইটের পর হোয়াইট হাউসের কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যৌথভাবে বস্তুটিকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রেইডার বলেন, ‘শনিবার গুলি করে নামানো বস্তুটিকে শুক্রবার সন্ধ্যায় প্রথমবারের মতো দেখা যায় আলাস্কায়। আলাস্কা এয়ার ন্যাশনাল গার্ডের সাহায্যে দুটি এফ-২২ যুদ্ধবিমান বস্তুটির ওপর নজরদারি করে।’ রেইডার বিবৃতিতে বলেছেন, ‘বস্তুটিকে ঘনিষ্ঠভাবে ট্র্যাক করায় এবং বস্তুটির প্রকৃতি চিহ্নিত করতেই বেশি সময় নেয়া হয়েছে।’