শত্রু মোকাবেলায় নিজেদের শক্তি প্রদর্শনে আজ শুক্রবার (২১ জানুয়ারি) থেকেই ভারত মহাসাগর এবং ওমান সাগরের অংশবিশেষে ইরান, রাশিয়া এবং চীনের যৌথ নৌ মহড়া শুরু হচ্ছে। সামরিক সহযোগিতা বাড়ানো এবং সমুদ্র নিরাপত্তা জোরদার করার লক্ষ্য নিয়ে শত্রুদের মোকাবেলা করতে নিজেদের শক্তি প্রদর্শনেই এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, “২০২২ মেরিন সিকিউরিটি বেল্ট” নামের এ মহড়ায় ইরান, রাশিয়া ও চীনের মেরিন এবং এয়ারবোর্ন ইউনিট অংশ নিচ্ছে। মহড়ার মুখপাত্র রিয়ার এডমিরাল মোস্তফা তাজউদ্দিনি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ইরান, রাশিয়া ও চীনের অংশগ্রহণে এটি হচ্ছে তৃতীয় মহড়া এবং ভবিষ্যতেও এমন মহড়া অব্যাহত থাকবে। আজকের এ মহড়ার মূল স্লোগান হচ্ছে “শান্তি ও নিরাপত্তার জন্য ঐক্য” যা সমুদ্রের ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত হবে।

কলমকথা/বি সুলতানা